ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

মরিশাসে বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

মরিশাসে এক বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পানিতে যাওয়ার সময় হাইওয়েতে এই দুর্ঘটনার শিকার হন তারা।


এ বিষয়ে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি অফিসের দিকে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিন জন ঘটনাস্থলে মারা গেছেন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া আট জন হাসপাতালে আছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।


এছাড়া প্রায় ১০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন এবং বাকিরা অক্ষত আছেন বলে তিনি জানান। রাষ্ট্রদূত বলেন, আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে মরিশাসের শ্রমমন্ত্রীও গিয়েছিলেন। তিনি সেখানে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন।


শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এখন বৈঠক থেকে বের হচ্ছি। ওই বৈঠকে সরকারের একাধিক কর্মকর্তার পাশাপাশি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী ব্যবস্থা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মৃতদেহগুলআ পাঠানো আমাদের প্রথম দায়িত্ব। এছাড়া হাসপাতালে যারা রয়েছেন তাদের চিকিৎসা ও মৃতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’


এ ধরনের বড় দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আলাদা আলাদাভাবে কিছু দুর্ঘটনা ঘটে। কিন্তু এত বড় আকারে দুর্ঘটনা অত্যন্ত কম হয়। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কাজ করেন।


ads

Our Facebook Page